Apan Desh | আপন দেশ

অভিযান এড়াতে রেস্তোরাঁয় ‘নোটিশ কৌশল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ৫ মার্চ ২০২৪

অভিযান এড়াতে রেস্তোরাঁয় ‘নোটিশ কৌশল’

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুন লাগে। নিহত হন ৪৬ জন। এরপর টনক নড়েছে সংশ্লিষ্টদের। একের পর এক বিভিন্ন ভবন, রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে বিভিন্ন অধিদফতর। যদিও এমন অভিযানকে ‘বাড়াবাড়ি’ বলছে রেস্তোরাঁ মালিক সমিতি।

এদিকে অভিযান এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে রেস্তোরাঁ মালিকরা। অভিযানের খবর পেলেই দোকান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন তারা। বিভিন্ন রেস্তোরাঁর সামনে পাওয়া গেছে সাময়িক বন্ধের নোটিশও।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বেইলি রোডের সুলতান’স ডাইন পরিদর্শনে যায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেখানে গিয়ে বন্ধ পাওয়া যায় প্রতিষ্ঠানটি। সামনে এক নোটিশে লেখা ছিল, ‘‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতান’স ডাইন বন্ধ রয়েছে’’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

অভিযানের খবর পেয়ে আগেই বন্ধ করে সটকে পড়েন ‘নবাবী ভোজ’ নামের রেস্তোরাঁর কর্মকর্তা-কর্মচারীরা। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।

গতকাল সোমবার ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। আজ মঙ্গলবার খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করার কথা ছিল তাদের। এ খবরে খিলগাঁওয়ের শহীদ বাকি সড়কের দুই পাশের শতাধিক রেস্তোরাঁ মালিকপক্ষ বন্ধ রেখেছে।

ওই এলাকার একটি কাচ্চি ভাই রেস্তোরাঁর সামনে পাওয়া গেছে নোটিশ ঝোলানো। সেখানে লেখা, ‘রেস্টুরেন্টের উন্নয়নকাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ’।

এভাবে রেস্টুরেন্টগুলো বন্ধ করে রাখায় ভেতরের অবস্থা, পরিবেশ পরিদর্শন করতে পারছেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর মাঝে ওই এলাকার সাত তলা একটি ভবনে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভবনটির প্রতিটি তলায়ই পাওয়া গেছে রেস্তোরাঁর সন্ধান। ভবনটির ছাদেও একটি রেস্টুরেন্ট রয়েছে- সিয়েলো রুফটপ। সেটির প্রবেশপথও বন্ধ পান দক্ষিণ সিটির কর্মকর্তারা। পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পুরো ভবন সিলগালা করে দেয়া হয়।

আরও পড়ুন>> ‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্ট সিলগালা

এসব অভিযানের সময় সেখানে ভিড় করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, অভিযান এড়াতে নোটিশ ঝুলিয়ে সাময়িক বন্ধ রাখা হচ্ছে এসব রেস্তোরাঁ। অভিযান শেষ হলে পরে খোলা হয়। সন্ধ্যার পর সেই পুরনো রূপে ফেরে রেস্তোরাঁ ব্যবসা।

স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতেও এসব রেস্টুরেন্ট খোলা ছিল। প্রতিদিনের মতোই চলছিল ব্যবসা। তবে আজ সকাল থেকে সব রেস্টুরেন্টই বন্ধ দেখতে পান তারা। কয়েকটিতে টাঙানো হয়েছে নোটিশও।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযানে অংশ নেয়া ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, খিলগাঁও এলাকার অভিযানে এসেছিলাম। আমরা একটি ভবনে যখন অভিযানে ঢুকেছিলাম, সেই খবর পেয়ে বাকিরা সবাই সকাল থেকে রেস্টুরেন্ট বন্ধ রেখেছে। তারা রেস্টুরেন্টগুলোর সামনে টাঙিয়ে দিয়েছে, উন্নয়ন কাজের জন্য রেস্টুরেন্ট আপাতত বন্ধ আছে। রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় অভিযান পরিচালনা করতে পারিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়