Apan Desh | আপন দেশ

রেলের ভাড়া বৃদ্ধি: জিএমের হ্যাঁ, মন্ত্রীর না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ১৯:৪১, ১৭ মার্চ ২০২৪

রেলের ভাড়া বৃদ্ধি: জিএমের হ্যাঁ, মন্ত্রীর না

ছবি : আপন দেশ

রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্বে) বললেন ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। এর কিছুক্ষণ পরেই রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, মহাপরিচালক কি সিদ্ধান্ত দেয়ার মালিক? রেলের ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি। ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না। 

রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। ঈদের আগে আগামী পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ঈদের আগে কেন নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না। 

রেলওয়ের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেয়া হচ্ছে, তা আর না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রী বলেন, মহাপরিচালক কি সিদ্ধান্ত দেয়ার মালিক? কখনও ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সাধারণ মানুষকে জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়