প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগে শাহজালাল নামে একটি খাবার হোটেলে আগুন লেগেছে। গ্যাস লাইনের লিকেজের আগুনে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন- মারুফ (১৬), জুলহাস (১৭) ও সবুজ (২৪)।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় মালিবাগ মোড় হোসআপ টাওয়ার সংলগ্ন গলির ঘটনা এটি। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের হাত পাসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে।
দগ্ধদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর কর্মচারী মো. তৌহিদ জানান, ‘হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে আগুন লাগে। এতে তিন কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় তারা তিনজন ইফতারি বিক্রি করছিল।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মালিবাগ থেকে তিন হোটেল কর্মচারী দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এসেছে। তাদের হাত পাসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’
উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৬ জন প্রাণ হারান।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।