ছবি : সংগৃহীত
এবারের ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। রোববার (২৪ মার্চ) সকাল থেকেই শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি ৷ তবে এ ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ছিল ১৬ হাজার। অগ্রিম এ টিকিট সংগ্রহ করতে রেলওয়ের ওয়েবসাইটে ১৫ লাখ বার চেষ্টা করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এরইমধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর ১৩ হাজার টিকিট বিক্রি শেষ হয়েছে। আজ সকাল ৮টায় ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিটগুলো বিক্রি শুরু হয়। সকাল সাড়ে ৮টায় প্রায় ১৫ লাখ বার টিকিট নেয়ার জন্য রেলওয়ের ওয়েবসাইট ভিজিট করা হয়েছে।
ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকিট মিলবে। এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকিট বিক্রি হবে। ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।