Apan Desh | আপন দেশ

ঈদযাত্রা: দিনে ঢাকা ছাড়বে ৩০ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ২৭ মার্চ ২০২৪

ঈদযাত্রা: দিনে ঢাকা ছাড়বে ৩০ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

এবারের ঈদে দুই কর্মদিবস বাদ দিলে ছুটি দাঁড়াবে ১০ দিন। লম্বা ছুটিতে বাড়ি ফেরার প্রবণতা থাকে বেশি। আর সে চাপ ঈদের আগের দুই-তিন দিন থেকে সড়কে বেশি পড়ে। এ অবস্থায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেয়া হচ্ছে নানা প্রস্তুতি। আগাম টিকিট দেয়াও শুরু করেছে রেলওয়ে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সমীক্ষা অনুযায়ী, এবারের ছুটিতে রাজধানী ছাড়তে পারেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। এ সংখ্যা দিনে প্রায় ৩০ লাখ। তবে বর্তমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা বড়জোর ২২ লাখ। তাই আগেই দেখা দিয়েছে পরিবহন সঙ্কটের শঙ্কা। এছাড়া দুর্বল ব্যবস্থাপনা ও উন্নয়নকাজের কারণে আছে যানজটের দুশ্চিন্তা।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলছেন, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়তে পারেন ১ কোটি ২০ লাখ মানুষ। সে হিসাবে দিনে গড়ে বাড়ি ফিরবেন ৩০ লাখ। তবে বর্তমান পরিবহন ব্যবস্থার সক্ষমতা বড়জোর ২২ লাখ। এ কারণে ভোগান্তি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের বাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. শাহাবুদ্দিন খান হুঁশিয়ারি দিয়েছেন, যত সঙ্কটই হোক ঈদযাত্রায় সড়কে ফিটনেসহীন বাস চলতে দেয়া হবে না। কোনো যানবাহনের গেটে বা ছাদে করে কেউ যাত্রা করতে পারবে না। পাশাপাশি যানজট প্রবণ ১৫৫ স্পট চিহ্নিত করে নেয়া হবে ব্যবস্থা।

এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বলছে, সার্বিকভাবে সড়কের অবস্থা এবার অন্যান্য বছরের চেয়ে ভালো। তাই অন্য বারের চেয়ে এবারের যাত্রা হবে স্বস্তির।

বুয়েটের সমীক্ষা বলছে, ঈদের তিন দিন প্রায় আট লাখ মানুষ বাস-মিনিবাসে, ১ লাখ ৫ হাজার ট্রেনে, সোয়া লাখ লঞ্চে চলাচল করবেন। আর প্রাইভেট কার-মাইক্রোবাসে বাড়ি ফিরবেন সাড়ে ৭ লাখ মানুষ। এছাড়া মোটরসাইকেলে ৪ লাখ আর ৮ লাখ মানুষ ফিরবেন ট্রাকসহ নানা অপ্রচলিত বাহনে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ছুটি ১০ থেকে ১২ এপ্রিল। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন পয়লা বৈশাখ। এতে শবে কদরের পর কেউ দুই দিন ছুটি নিলে, মোট ছুটি দাঁড়াবে ১০ দিনে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়