Apan Desh | আপন দেশ

রেলের টিকিট কিনতে ৮ ঘণ্টায় দেড় কোটি হিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ মার্চ ২০২৪

রেলের টিকিট কিনতে ৮ ঘণ্টায় দেড় কোটি হিট

ফাইল ছবি

ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২৭ মার্চ) চতুর্থ দিনের মতো অনলাইনে ৬ এপ্রিলের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। 

বুধবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়। এরপর বিকাল ৪টা পর্যন্ত আট ঘণ্টায় সারা দেশে প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। এ সময় এক কোটি ৩৭ লাখ ৯০ হাজার হিট হয়েছে ওয়েবসাইটে।

এদিন সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি সূত্র টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে ৩৫ হাজার ২১টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ২৪ হাজার ৫১৬টি টিকিট বিক্রি হয়েছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে ৯৪ লাখ ১০ হাজার হিট পড়েছে ওয়েবসাইটে এবং দুপুর ২টা পর ৪৩ লাখ ৬০ হাজার পূর্বাঞ্চলের টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সকাল ৮টা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হয়ে হয়েছে। 

রোববার (২৪ মার্চ) থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। প্রথম দিন দেয়া হয় ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেয়া হয় ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেয়া হয় ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেয়া হয় ৬ এপ্রিলের টিকিট। ২৮ মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

আরও পড়ুন <> শেয়ার বাজারে আসন্ন ভয়ঙ্কর ক্রাফটসম্যান ফুটওয়্যার

গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে, আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা ২টা থেকে।

প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারো শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সম্ভাব্য ছুটি ১০ থেকে ১২ এপ্রিল। রেলের কর্মকর্তারা বলছেন, ৭ ও ৮ এপ্রিলের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আর অঞ্চল বিবেচনায় উত্তরবঙ্গ, বৃহত্তর ময়মনসিংহ এলাকার ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ের পরও অবিক্রীত থেকে গেছে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়