Apan Desh | আপন দেশ

দুবাইয়ের হামরিয়াহ বন্দরে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৬, ২৩ এপ্রিল ২০২৪

দুবাইয়ের হামরিয়াহ বন্দরে এমভি আবদুল্লাহ

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরের জেটিতে ভিড়েছে জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ৩মিনিটে জাহাজটি জেটিতে ভেড়ানো হয়।

এ সময় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা এবং জাহাজের মালিকপক্ষ এটিকে স্বাগত জানায়।

গত রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা ৩মিনিটে আল হামরিয়াহ বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। এরপর জাহাজটি বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমভি আবদুল্লাহ রোববার দুবাই পৌঁছায়। সোমবার রাতে মালামাল খালাসের জন্য জাহাজটি হামরিয়াহ বন্দরের জেটিতে ভিড়েছে। এখন পর্যন্ত নাবিকদের ইচ্ছে অনুযায়ী দুজন বিমানযোগে বাংলাদেশে ফিরবেন। এ ছাড়া বাকি ২১ নাবিক জাহাজেই ফিরবেন। তবে নাবিকরা চাইলে সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন।

কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, জাহাজে থাকা কয়লা খালাসের পর অন্য মালামাল লোড করে এটি বাংলাদেশে ফিরবে।

আরও পড়ুন <> বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে

৫৮ হাজার টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

১২ মার্চ দুপুরে ভারত মহাসাগর থেকে জাহাজটি ও ২৩ নাবিককে জিম্মি করে সোমালি দস্যুরা। পরে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিম্মিকালীন মালিকপক্ষের তৎপরতায় সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে।

একপর্যায়ে শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একই দিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেন। একটি উড়োজাহাজে মুক্তিপণ বাবদ তিনটি ব্যাগভর্তি ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ফেলা হয়।

স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগগুলো কুড়িয়ে নেন। দস্যুমুক্ত হয়ে শনিবার রাতেই সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়