Apan Desh | আপন দেশ

দেশের পথে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ৩০ এপ্রিল ২০২৪

দেশের পথে এমভি আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদ্দেশে রওনা করেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে প্রথম দেশে ফিরছে।  জাহাজটি মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।

জাহাজের কয়েকজন ক্রু জানান, আমদানির জন্য চুনাপাথর বোঝাই শেষে জাহাজটি আরব আমিরাতের সময় রাত ২টায় মিনা সাকার বন্দর ছেড়ে যায়। ওই বন্দর থেকে প্রায় ৫৬ হাজার টন চুনাপাথর জাহাজে বোঝাই করা হয়েছে। 

মিনা সাকার থেকে জাহাজের যাত্রার বিষয়টি নিশ্চিত করে কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি জানান, জাহাজটি চট্টগ্রামে পৌঁছাতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

মুক্তির পর জাহাজটি ২২ এপ্রিল কয়লা খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছিল। সেখান থেকে চুনাপাথরের আমদানির জন্য শনিবার মিনা সাকার বন্দরে যায়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়