ফাইল ছবি
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকায় আসছেন। আগামী বুধবার (৮ মে) দুই দিনের সফরে ঢাকা আসার কথা তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানোর জন্য তার এ সফর বলে একাধিক সূত্র জানিয়েছে।
আরও পড়ুন <> ভোটকেন্দ্রে অস্ত্র নিতে বললেন ইউপি মেম্বার
একটি সূত্র জানায়, ভারতে নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে আগে থেকে আলোচনা ছিল। আগামী ৪ জুন ভারতের নির্বাচনের ফলাফল জানা যাবে। এ সফর তারপরে হবে।
শেখ হাসিনার সফর কবে হবে এ বিষয়ে আরেকটি সূত্র জানায়, দুইপক্ষের সুবিধাজনক হলে জুলাই মাসে এ সফর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটি হয়, তবে ভারতে নির্বাচিত নতুন সরকারের প্রথম অতিথি হওয়ার সম্ভাবনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।