Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যা

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৪, ৯ মে ২০২৪

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যার বন্ধের দাবিতে মিছিল নিয়ে ঢাকার মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করে ছাত্র-জনতা। তবে পথেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। পরে নতুনবাজার এলাকায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এতে গণহত্যা বন্ধে ইসরায়েলকে মার্কিন সমর্থন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বিক্ষোভ-কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও।

বৃহস্পতিবার (৯ মে) ঢাকার মার্কিন দূতাবাস এলাকায় ছাত্র-জনতার ব্যানারে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুলিশ তাদের কিছুটা দূরে সরিয়ে দিলে বাড্ডার সুবাস্তু নজরভ্যালি এলাকা থেকে আবার মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে রওনা হন তারা।

মিছিলটি সামনের দিকে যেতে চাইলে কয়েক দফা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নতুন বাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, ‘আমেরিকাকে আমরা পরিস্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার আর গণতন্ত্রের কথা বলবেন আর অন্যদিকে ফিলিস্তিনি গণহত্যায় সহায়তা করবেন, মানুষ আপনাদের এসব কথা বিশ্বাস করবে না। কাজেই ওই ইসরায়েলি গণহত্যায় সহায়তা বন্ধ করুন।’   

কণ্ঠশিল্পী ও অ্যাক্টিভিস্ট ফারজানা ওয়াহিদ শায়ান বলেন, ‘প্রতিবাদ জানাতে গেলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সর্বনিকটে কতটুকু যেতে পারি? আমাদের ইচ্ছা ছিল, আমরা আরও ভেতরে যাব। তাদের সঙ্গে কথা বলব। সেখানে যতদূর সম্ভব বাংলাদেশের মানুষ হিসেবে এখানে একটা চাপ প্রয়োগ করব। সে পর্যন্ত আমরা যেতে পারিনি।’ 

নৃবিজ্ঞানি ও অ্যাক্টিভিস্ট অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, ‘ইসরায়েল এ গণহত্যা করতে পারত না, যদি না মার্কিনি সহযোগিতা, অস্ত্র-অর্থ এবং ডিপ্লোমেটিক সহযোগিতা না থাকত।’ 

কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তাদের শ্লোগানেও ছিল যুদ্ধমুক্ত স্বাধীন ফিলিস্তিনের দাবি।

বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘ইসরায়েল খুবই ভুল করছে এবং এতে সমর্থন যোগাচ্ছে আমেরিকা। আমরা এর তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে এ যুদ্ধ বন্ধ চাই।’ 

বিক্ষোভ কর্মসূচির কারণে মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়