Apan Desh | আপন দেশ

ডেবিড মিল আসছেন পিটার হাসের বদলে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫, ১০ মে ২০২৪

আপডেট: ১১:৪২, ১০ মে ২০২৪

ডেবিড মিল আসছেন পিটার হাসের বদলে

ডেভিড স্লেটন মিল

বাংলাদেশ থেকে প্রত্যাহার করা হচ্ছে পিটার হাসকে। নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল এর নাম ঘোষণা করেছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের সদর দফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। মিলের নাম অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হয়েছে।

২০২১ সালের জুলাই থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পিটার হাস। তার স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক মিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন ধরে কাজ করা এ কূটনীতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন মিল।

মিনিস্টার কাউন্সিলে হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন মিল। তিনি মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালকও ছিলেন। ভার্জিনিয়ার বাসিন্দা মিল ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়