Apan Desh | আপন দেশ

বজ্রপাতে ৪ জেলায় ৬ প্রাণহানি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১২ মে ২০২৪

আপডেট: ০০:০১, ১২ মে ২০২৪

বজ্রপাতে ৪ জেলায় ৬ প্রাণহানি

প্রতীকী ছবি

দেশের চার জেলায় শনিবার (১১ মে) বজ্রপাতে ছয় জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। 

এর মাঝে চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, কুমিল্লার মুরাদনগরের একজন ও পিরোজপুরে মঠবাড়িয়ায় একজন নিহত হয়েছেন।

প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক গৃহবধূ। নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামের খোদের মল্লিকের ছেলে আহমেদ মল্লিক (৭০) ও সদর উপজেলার ঝাজরী গ্রামের আবদুল মালেকের ছেলে রুবেল হোসেন (২৮)। আহত গৃহবধূ টুনু খাতুন (৩০) একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মিলন হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন আহমেদ মল্লিক। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে, সকালে বজ্রসহ বৃষ্টির সময় সদর উপজেলার ঝাজরী গ্রামের বস্তির পাশের একটি দোকানে বসেছিলেন রুবেল হোসেন। এ সময় বজ্রপাত ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ছাড়া সকালে বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘরের দরজায় বসেছিলেন টুনু খাতুন। এ সময় বাড়ির উঠানে বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম আল আজাদ বলেন, সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন <> রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারে

বাগেরহাট : সকাল সাড়ে ১০টায় দিকে বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মিলন ও মোস্তফা নামের দুই শ্রমিক নিহত হয়েছেন। 

জানা যায়, বালিঘাট এলাকায় কার্গো থেকে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় পরপর দুটি বজ্রপাত হয়। এতে দুজন ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয় জন।

কুমিল্লা : সকালে কুমিল্লার মুরাদনগরের নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। সে একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে।

পিরোজপুর : দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়াতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক চা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালি গ্রামের মৃত নাদের আলীর ছেলে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়