ছবি : সংগৃহীত
রাজধানীর সড়কে গতি বাড়ানো ও যানজট কমানোর পদক্ষেপ হিসেবে মহাখালী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস যত্রতত্র না থামানোর নির্দেশনা দেয়া হয়েছিল। তবে নিয়ম না মানায় দুই দিনে ৪১ বাসের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
সোমবার (১৩ মে) রাতে ডিএমপির ট্রাফিক গুলশান ডিভিশনের ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়। পোস্টে জানানো হয়, ‘মহাখালী থেকে কাকলী পর্যন্ত গেটলক চেকিং সিস্টেম চালুর দ্বিতীয় দিনে আইন অমান্য করায় মোট ১৮টি মামলা দেয়া হয়েছে।’
এরআগে, রোববার (১২ মে) রাতে অপর এক পোস্টে জানানো হয়, ‘মহাখালী বাস টার্মিনাল থেকে গেটলক চেকিং সিস্টেম চালু হওয়ার প্রথম দিনে ২৩টি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।’
আরও পড়ুন <> জিপিএ-৫ পেল দর্জির মেয়ে কারিমা, ভর্তি নিয়ে শঙ্কা
ডিএমপির ট্রাফিক বিভাগের নতুন নিয়মে মহাখালী থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো এখন আর ঢাকার মধ্যে যত্রতত্র যাত্রী ওঠা-নামার কাজ করতে পারবে না। রোববার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাফিকের গুলশান বিভাগের ডিসি আব্দুল মোমেন।
তিনি জানান, নতুন নিয়মে মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী হয়ে কুর্মিটেলা, তারপর খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। যেসব পরিবহন এ বলয়ের বাইরে গিয়ে আইন অমান্য করে, যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।