ফাইল ছবি
বিশ্বের অন্যতম বড় যুব সংগঠন গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট। সংগঠনটির ‘গ্লোবাল সোশ্যাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ২০২৪’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি তরুণ মো. আবু জুবায়ের। যুবকদের উদ্বুদ্ধকরণ ও সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কারে মনোনীত হয়েছেন তিনি।
শনিবার (১১ মে) গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল সাক্ষরিত আমন্ত্রণপত্রে তার মনোনয়নের বিষয়টি জানানো হয়।
আনুষ্ঠানিকভাবে পুরষ্কার গ্রহণের জন্য জাতীয় প্রতিনিধি হিসেবে ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ্যাওয়ার্ড ২০২৪’-এ যোগদানের জন্য জুবায়েরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এজন্য তাকে ইউরেশিয়ার দেশ জর্জিয়াতে যেতে হবে। দেশটির রাজধানী তিবিলিসিতে আগামী ৫-৮ সেপ্টেম্বর এবারের সামিটটি অনুষ্ঠিত হবে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান আবু জুবায়ের। ২০২১ সালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০২৩ সালে পার্বতীপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।
পুরষ্কাররে জন্য মনোনীত হওয়া আবু জুবায়ের বলেন, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বাছাইকৃত তরুণ চিন্তাশীলদের সঙ্গে কাজ করা সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার বিরাট সুযোগ হচ্ছে। যা নিঃসন্দেহে আমার জন্য একটা বড় অর্জন, একইসঙ্গে গর্বেরও।
উল্লেখ্য, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট তরুণদের নিয়ে কাজ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুবকদের উন্নয়নে কাজ করা ব্যক্তিদের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। এছাড়াও সংগঠনটি তরুণদের সামাজিক কাজ, উদ্যোক্তা তৈরি, গণতন্ত্র, উন্নত বিশ্বের জন্য টেকসই উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করে। বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী তরুণ নেতাদের একত্রিত হতে সহযোগিতা করে সংগঠনটি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।