Apan Desh | আপন দেশ

রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ১৯ মে ২০২৪

আপডেট: ১৩:২৬, ১৯ মে ২০২৪

রাজধানীতে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১০ নম্বরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে চালকেরা। রোববার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। পরে তারা মিরপুর-১ নম্বরের সনি সিনেম হলের সামনে অবস্থান নেন। এ সময় রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে দেন তারা।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০-এর গোলচত্বরে রাস্তা আটকে বিক্ষোভ করছেন চালকরা। কিছুদূরে একদল পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মিরপুর-১০ এ মেট্রোরেল স্টেশনের সিঁড়িতে তালা দিয়ে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। প্রবেশপথে তালা দেয়ার কারণে মেট্রোরেলের কোন যাত্রী সিড়ি দিয়ে উঠতে ও নামতে পারেননি। ভেতরেই আটকে পরেন অফিসগামী অনেক যাত্রী।

আরও পড়ুন>> এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় আটকে গেল

গত ১৫ মে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সংস্থাটি জানায়, ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এর কারণে ঢাকা মহানগরীতে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে ঢাকাতে ফিটনেসবিহীন অটরিকশা বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হয়। অন্যথায়, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর বিআরটিএর সিদ্ধান্তের প্রতিবাদেই আজ রোববার সকালে বিক্ষোভে রাস্তায় নামেন অটোরিকশা চালকরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়