ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ পথচারীর নাম মো. সাগর (২৩)। রোববার (১৯ মে) বিকেল পাঁচটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। এরপর ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
গুলিবিদ্ধ ওই যুবক ফরিদপুরের কোতোয়ালি থানার নিখরদী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় ভাড়া থাকেন। তিনি একটি পাঞ্জাবির কারখানায় চাকরি করে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
গুলিবিদ্ধ যুবকের সহকর্মী রাকিবুল মিয়া বলেন, ‘আমরা উত্তরা থেকে বাউনিয়া বাঁধ মিরপুরে আমাদের বাসায় ফিরছিলাম। তখন রাস্তায় আমরা দেখতে পাই ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের বেশ কয়েকটি গুলি সাগরের গলায় এবং বুকে লাগে। এতে গুরুতর আহত হয় সাগর। পরে গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসেছি। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সাগর।’
আরও পড়ুন>> কালশীতে পুলিশ বক্সে আগুন দিয়েছে আন্দোলনকারীরা
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মিরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানিয়েছে।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।