Apan Desh | আপন দেশ

‘এমপি আনার কলকাতায় গেছেন, এসে পড়বেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ১৯ মে ২০২৪

‘এমপি আনার কলকাতায় গেছেন, এসে পড়বেন’

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের এনএসআই কাজ করছে। তিনি কলকাতায় গিয়েছেন, এসে পড়বেন। বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৯ মে) মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আমাদের এনএসআই কাজ করছে। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তিনি পুরনো মানুষ, একজন সংসদ সদস্য, বুঝে শুনেই তো চলেন। পাশের দেশ ভারতে গেছেন। এমন তো না মায়ানমার গেছেন, যে মারামারি লেগেছে। আমার মনে হয় তিনি এসে পড়বেন।

এদিকে, গত ৩ দিন ধরে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। তার ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ঘটনাটি তিনি আজ রোববার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়েও অভিহিত করেন।

আরও পড়ুন>> ভারতে গিয়ে লাপাত্তা এমপি আনার

আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে।

এ ব্যাপারে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানান, গত ৩ দিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই। তবে আমরা জানতে পেরেছি তিনি ভারতেই আছে। আমার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। 

কালীগঞ্জ থানার ওসি মো. আবু আজিফ জানান, আমরা মৌখিকভাবে শুনেছি এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গেছেন। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করা হয়নি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়