Apan Desh | আপন দেশ

অটোরিকশাচালকরা রামপুরা সড়ক অবরোধ করেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ২০ মে ২০২৪

অটোরিকশাচালকরা রামপুরা সড়ক অবরোধ করেছেন

ছবি : সংগৃহীত

রাজধানীতে অটোরিকশা চালানোর দাবিতে রোববার (১৯ মে) দিনভর সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় চালকদের। একই দাবিতে আজ সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯টার পর রামপুরা এলাকা অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।

জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন <> ভৈরবে নারীর মৃত্যু: র‌্যাবের ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

রামপুরা থানার ওসি মো. মশিউর রহমান জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, সড়ক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে। অফিসগামী অনেক মানুষকে বাস থেকে নেমে পায়ে হেঁটে এবং রাইড শেয়ারিংয়ে যেতে দেখা গেছে।

রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর অটোরিকশা চালানোর দাবিতে চালকরা সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়