Apan Desh | আপন দেশ

‘এমপি আনার হত্যার ঘটনায় তিন বাংলাদেশি আটক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২২ মে ২০২৪

আপডেট: ১৪:২৬, ২২ মে ২০২৪

‘এমপি আনার হত্যার ঘটনায় তিন বাংলাদেশি আটক’

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকতায় পাওয়া গেছে। তাকে কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বুধবার (২২ মে) ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় পুলিশ আমাদের নিশ্চিত করেছে এমপি আনার খুন হয়েছেন। তবে তদন্ত শেষে সবকিছু জানাবে বলে জানিয়েছে। এমপি আনারের হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বাংলাদেশি।’

তিনি আরও বলেন, ‘খুনের মোটিভ এখনো জানা যায়নি। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত কিছু বলতে পারছে না ভারতীয় পুলিশ। এ হত্যাকাণ্ডে দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না।

আরও পড়ুন>> এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতা থেকে উদ্ধার

এর আগে, সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের ভাড়া বাসায় তার মরদেহ পাওয়া গেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, যেদিন তিনি নিখোঁজ হয়েছেন, সেদিনই তাকে খুন করা হয়েছ। হত্যার পর তার মরদেহ সরিয়ে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছিল। তার মোবাইলের লোকেশন বিভ্রান্ত করা হচ্ছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়