ছবি: সংগৃহীত
‘শাহাদাত’ নামে নতুন এক জঙ্গি সংগঠনের খোঁজ পেয়েছে র্যাব। এ নতুন জঙ্গি সংগঠনের প্রধানসহ দুজন প্রশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী বইসহ বিভিন্ন সরঞ্জাম। নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রম চালানোসহ গোপনীয়তা রক্ষায় জঙ্গিরা বিশেষ অ্যাপস ব্যবহার করতেন বলে জানিয়েছে র্যাব।
শনিবার (২৫ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সংগঠনের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) চাঁদপুরের কচুয়া উপজেলার মো. হুমায়ুন কবিরের ছেলে। এছাড়া আঞ্চলিক প্রশিক্ষক মো. জিহাদ হোসেন (২৪) যশোরের চৌগাছা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে এবং মো. আমিনুল ইসলাম (২৫) ঝালকাঠির নলসিটি উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন>> বিমান ঘাঁটির বিনিময়ে ক্ষমতার গ্যারান্টি পেয়েছিলাম: প্রধানমন্ত্রী
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন গ্রেফতারকৃতরা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ায় নতুন করে ‘শাহাদাত’ নামে জঙ্গি সংগঠন তৈরি করেন তারা। নতুন সদস্য সংগ্রহ করে বিভিন্ন কার্যক্রমও চালানোসহ গোপনীয়তা রক্ষায় ভিওআইপি অ্যাপস ব্যবহার করতেন গ্রেফতারকৃত জঙ্গিরা।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা আফগানিস্তানের তালেবান আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের পরিকল্পনা করছিলেন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে নতুন সদস্য খুঁজছিল নিষিদ্ধ ঘোষিত এ জঙ্গি সংগঠন। দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরা অঞ্চলে। সদস্যদের অস্ত্রসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হতো।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।