Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ২৬ মে ২০২৪

আপডেট: ১৭:৫৬, ২৬ মে ২০২৪

ঈদযাত্রায় হাইওয়ে পুলিশের ‘জিরো টলারেন্স’

ছবি: সংগৃহীত

হাইওয়ে পুলিশ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদ ভ্রমণ গ্রহণ করবে না। এক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি থাকবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান।

রোববার (২৬ মে) রাজারবাগে ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় গাড়ি চালানোর মুহূর্তে চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় প্রায় দুই কোটি লোক ঢাকা ছাড়বে।

অনুষ্ঠানে বাস মালিক সমিতির সদস্যরা চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে আরও সতর্ক থাকার অনুরোধ জানান।

এছাড়া মূল রাস্তার ধারে কোনো পশুর হাট না রাখার বিষয়েও সংশ্লিষ্টদের পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়