Apan Desh | আপন দেশ

১৯ উপজেলার ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২৭ মে ২০২৪

১৯ উপজেলার ভোট স্থগিত

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণে প্রস্তুতি নেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। তথ্য অনুযায়ী, কিছু নির্বাচনী এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জাহাংগীর আলম আরও বলেন, সবকিছু বিবেচনায় মোট ১৯ উপজেলার ভোট আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ১৯টি উপজেলার ভোট স্থগিতের ফলে আগামী ২৯ মে ৯০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ১৯ উপজেলায় এখনও পানি জমে আছে। যার ফলে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে।

নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো-
বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুনঝারা, পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়