Apan Desh | আপন দেশ

কত ভোট পড়েছে, জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ২৯ মে ২০২৪

কত ভোট পড়েছে, জানালেন সিইসি

ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কমবেশি ৩৫ শতাংশ ভোট পড়েছে। এছাড়া ভোট পড়ার প্রকৃত তথ্য জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৯ মে) বিকেলে আগারগঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, দু-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সফল হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা দেখাতে পেরেছে।

তিনি বলেন, অবাধ ভোটাধিকার প্রয়োগে বাধা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে ভোট কারচুপির দায়ে ৩০ জনকে আটক করা হয়েছে৷ দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
অবৈধভাবে ব্যালটে সিল দেয়ায় একজন অ্যাসিট্যান্ট প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

কাজী হাবিুল আউয়াল বলেন, আজকের ভোটের হার ৩০ শতাংশ প্লাস-মাইনাস হতে পারে। ২০-২৫ ঘণ্টা পর জানা যাবে আসল ফিগার।
 
এর আগে, সকাল ৮টা থেকে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেলে ৪টায় শেষ হয়। এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্টরা ভোট গণনার কাজ করছেন। এর মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। তবে তফসিল ঘোষণা হয় ১০৯ উপজেলায়। ঘূর্ণিঝড় রেমাল ও মামলার কারণে ২৩ উপজেলার ভোট স্থগিত রয়েছে।
 
আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়