ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মে) দেশে ফেরার আগে কলকাতায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হারুন।
তিনি জানান, এমপি হত্যার অন্যতম আসামি ফাইজুল ওরফে সিয়াম নেপালে আত্মগোপন করেছে। তাকে শিগগিরই গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। তাকে ধরতে ভারত সরকারের সাহায্য চাওয়া হয়েছে।
গত রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আনার হত্যা মামলার তদন্ত করতে কলকাতায় যান ডিবি দল। মামলাটির তদন্তকারী সিআইডি নিউটাউন থানার পুলিশ ও ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গত চারদিন কাজ করেছে ঢাকার গোয়েন্দারা।
আরও পড়ুন>> এমপি আনারের ‘দেহাংশ’ উদ্ধার
নির্মম এ হত্যাকাণ্ডের তদন্তে শুধু ইতিবাচক অগ্রগতিই হয়নি, খুব শিগগিরই এমপি আনারের দেহের অংশের সন্ধানও মিলবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন হারুন আর রশীদ।
এদিকে খুব শিগগিরই ফরেনসিক প্রতিবেদন পাওয়া যাবে বলে সিআইডি সূত্রে খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন হাতে পেলে গোয়েন্দারা তদন্তের দ্বিতীয় ধাপ ডিএনএ পরীক্ষার জন্য মাংসের নমুনা পাঠাবেন। আর এজন্য যেকোনও সময় কলকাতা পৌঁছাচ্ছেন এমপি কন্যা।
গত ১২ মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ তারিখ থেকে রহস্যজনক নিখোঁজ হলে ১৮ মে বরানগর থানায় তার বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি করেন। ২২ তারিখ আনুষ্ঠানিকভাবে সিআইডি প্রধান সাংবাদিকদের নিশ্চিত করেন যে, এমপি আনার খুন হয়েছেন।
তবে এমপি আনারের দেহ কিংবা খুনের কোনও আলামত গোয়েন্দারা পাননি। ঢাকার গোয়েন্দা প্রতিনিধি দলের সদস্যরা কলকাতায় যাবার পরই তদন্তে গতি আসে। তাদের নির্দেশনার ভিত্তিতেই ভাঙা হয় সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হয়েছেন সেই ফ্ল্যাটের প্যান এবং সেপটিক ট্যাংক। ২৮ মে সন্ধ্যায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে চার কেজি মাংসপিণ্ড, মানুষের চুল এবং হাড়ের গুঁড়ো।
গোয়েন্দারা ধারণা করছেন উদ্ধার হওয়া ওই মাংস, চুল এবং হাড় খুন হওয়া এমপি আনোয়ারের হতে পারে। তবে সেটা চূড়ান্তভাবে বলা যাবে ফরেনসিক এবং ডিএনএ পরীক্ষার পর।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।