Apan Desh | আপন দেশ

‘সরকার বেনজীরকে বাঁচাতে চায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩, ৪ জুন ২০২৪

‘সরকার বেনজীরকে বাঁচাতে চায়’

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অপরাধের সঙ্গে সরকারের স্বার্থ জড়িত। তাই সরকার তাকে বাঁচাতে চায়। এ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান। 
 
মাহবুব খোকন বলেন, ‘বেনজীরের অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না, এটা সব নাগরিককে হতবাক করছে। সরকার তার অবস্থান নিয়ে লুকোচুরি করছে। তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে, এভাবে লুকোচুরি করা ঠিক না। বেনজীর টাকা উত্তোলন করল, বাংলাদেশ ব্যাংক জানে না এটা? সরকার তাকে এ সুযোগ করে দিয়েছে। সরকার বেনজীর নিয়ে হেলাফেলা করছে নাকি সত্যিকার অর্থেই বিচারের আওতায় আনতে চায়?’

আরও পড়ুন>> বেনজীরের ‘সেকেন্ড হোম’ মালয়েশিয়া, গড়েছেন বিপুল সম্পত্তি

এ আইনজীবী বলেন, বেনজীরের সব সম্পদ এক করলে একটি জেলা মেহেরপুরের মালিক হয়ে যাবে। তিনি কী করে এত টাকা পেলেন? পুলিশ-র‍্যাবে থাকার সময় টাকা আত্মসাৎ করেছেন, নাকি চাঁদাবাজি? তার সময়ে অনেক রাজনৈতিক কর্মী গুম খুন হয়েছেন।  

বেনজীর দায়িত্বে থাকা অবস্থায় গণহত্যা করেছেন অভিযোগ করে মাহবুব খোকন বলেন, ‘হেফাজতের ঘটনাটা কে ঘটিয়েছিল? এতে বেনজীর কি একাই দায়ী? নাকি যারা বেনিফিসিয়ারি তারাও। কারা কারা জড়িত এসবে, তা বের করতে হবে।’
 
‘তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। বেনজীর বিদেশে গেলে এর দায় সরকারের নিতে হবে। সরকারি ক্ষমতার বলেই তিনি সব করেছেন,’ যোগ করেন সুপ্রিম কোর্ট আইনজীবীর সভাপতি।

তিনি আরও বলেন, ‘৬ জুন বেনজীরের হাজিরা। আমার দৃঢ় বিশ্বাস তিনি হাজির হবেন না। তার অপরাধের বিচার একদিন হবে। এ কারণেই আসবেন না। তবে আইনজীবী পাঠাতে পারেন। তিনি যদি আইনজীবী অথরাইজড না করে, তবে আইনজীবী অবৈধ হবে। কারণ এর জন্য অথরাইজড আইনজীবী লাগবে। আগেরজনকে দিয়ে হবে না।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়