Apan Desh | আপন দেশ

গল্পে জুড়ে দাদির কোল থেকে নবজাতক চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ৪ জুন ২০২৪

গল্পে জুড়ে দাদির কোল থেকে নবজাতক চুরি

দাদি হাসিনার কোলে এক নবজাতক। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় সুখীকে। সিজারের মাধ্যমে শরিফুল-সুখী দম্পতির সংসারে জন্ম নেয় দুই জমজ সন্তান। তবে এখন এক নবজাতককে খুঁজে পাচ্ছে না স্বজনরা। তাদের দাবি, একটি বাচ্চা নিয়ে পালিয়ে যান অপরিচিত নারী।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে ঢামেকের ২১২ নং লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিনই সুখীর সিজার করা হয়। 

জানা যায়, ২১২ ওয়ার্ডে অবস্থান করছিলেন তারা। সিজারের মাধ্যমে দুটি জমজ সন্তান জন্ম দেন সুখী। জন্মের পরপরই নবজাতক দুটি তাদের দাদির কোলে ছিল। তিনি ২১২ নম্বর ওয়ার্ডের প্রবেশপথের বারান্দায় নবজাতক নিয়ে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে বোরখা পরা এক নারী নবজাতকের দাদির সঙ্গে সখ্য গড়েন। পরে কৌশলে একটি নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান।

নবজাতকের দাদি হাসিনা বলেন, বোরখা পরা এক নারী ২১২ ওয়ার্ডে প্রবেশপথের বারান্দায় এসে আমার সঙ্গে গল্প জুড়ে দেন। একপর্যায়ে আমার কোল থেকে একটি বাচ্চা নিয়ে তিনি পালিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, বিষয়টি হাসপাতাল পরিচালককে জানানো হয়েছে। সিসিটিভির ক্যামেরা পর্যবেক্ষণ করে চোরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে ভূমিষ্ঠ হওয়া একটি নবজাতককে তার স্বজনরা খুঁজে পাচ্ছেন না। আমরা হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখছি। পুলিশ-প্রশাসন ও অন্যান্য সবাই এ বিষয়ে কাজ করছে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরখা পরা এক নারী বাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। বাচ্চার বাবার সঙ্গে বিস্তারিত কথা বলে আরও জানার চেষ্টা করা হচ্ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়