ছবি: সংগৃহীত
ঈদুল আজহার ছুটি শুরুর আগেই পোশাক শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে ঈদুল আজহার বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
মঙ্গলবার (৪ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমানের সাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন গার্মেন্টস শ্রমিকদের পক্ষে মে মাসের প্রাপ্য বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে। যা কমিশনের নজরে এসেছে। প্রতিবছর বিভিন্ন সময়ে বকেয়া বেতনের দাবিতে, বিশেষ করে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানায় জাতীয় মানবাধিকার কমিশন।
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকার ও শ্রম অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা-২৩ এ ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে। এক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে। যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশে শ্রম অধিকার সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে। এ লক্ষ্যে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদাপূর্ণ ও অনুকূল মজুরি ও সার্বিক শ্রমিক অধিকার সুরক্ষার তাগিদে নিয়মিত বিভিন্ন স্থানে কারখানা পরিদর্শন করে থাকে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।