ছবি: সংগৃহীত
ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ধরে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এবারও ঈদের পরে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ১০ জুন থেকে ফিরতি যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট সকাল ৮টায় পাওয়া যাবে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন বেলা ২টা থেকে বিক্রি করা হবে।
ঈদের পরে আন্তঃনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হবে ১০ জুন। এছাড়া ২১ জুনের আসন ১১ জুন; ২২ জুনের আসন ১২ জুন; ২৩ জুনের আসন ১৩ জুন এবং ২৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১৪ জুন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।