Apan Desh | আপন দেশ

মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১, ১০ জুন ২০২৪

মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

একান্ত বৈঠকে নরেন্দ্র মোদি ও শেখ হাসিন। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে প্রধামন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান। রোববার (৯ জুন) রাতে রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে সাংবাদিক এ কথা জানান।

তিনি বলেন, পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। এ সময় তিনি নরেন্দ্র মোদি ও এনডিএ জোটকে নির্বাচনে বিজয়ের জন্য আবারও অভিনন্দন জানান। বাংলাদেশ সফরের জন্য তাকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতে নিযুক্ত বাং বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দু’দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী হিসেবে দু’দেশের অনেক কাজের সুযোগ রয়েছে। মানুষে মানুষে সংযোগ বৃদ্ধিতে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে মনোযোগী হওয়ার কথাও বলেন।

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আগত প্রায় ৮ হাজার অতিথির সঙ্গে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তার মেয়ে ও বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় তার সঙ্গে ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়