ছবি : সংগৃহীত
সারাদেশে আরও ১৮ হাজার ৫৬৬ গৃহ ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন। যা হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ প্রকল্প।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও ও ভোলার চরফ্যাশন উপজেলার সুবিধাভোগীর এতে যুক্ত হবেন। তাদের কাছে জমির মালিকানা দলিলসহ ১৮ হাজার ৫৬৬ ঘর হস্তান্তর করা হবে।
এর পাশাপাশি ২৬ জেলার সব উপজেলাসহ আরও ৭০ উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এদিন লালমনিরহাটে ১ হাজার ২৮২, কক্সবাজারে ২৬১ ও ভোলায় ১ হাজার ২৩৪ বাড়ি হস্তান্তর করবেন।
নতুন ভূমি ও গৃহহীনমুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারাদেশে জেলার সংখ্যা দাঁড়াবে ৫৮, আর উপজেলা হবে ৪৬৪টি।
আপন দেশ/এইউ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।