ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ জুন) ইসলামিক ফাউন্ডেশন (ইফা) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইফা জানায়, দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৭ জুন। এদিন ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়। ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির হিসেবে থাকবেন মুয়াজ্জিন (অব.) হাফেজ কারি মো. আতাউর রহমান।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়। ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম আব্দুল হাদী।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইফার মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. জসিম উদ্দিন।
চতুর্থ জামাত সকাল ১০টায়। ইমামতি করবেন মিরপুরের জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের খাদেম রুহুল আমিন।
পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইফার মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আক্তার মিয়া।
এ পাঁচ জামাতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।
আপন দেশ/এইউ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।