Apan Desh | আপন দেশ

কোরবানি দিতে গিয়ে শতাধিক আহত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬, ১৭ জুন ২০২৪

কোরবানি দিতে গিয়ে শতাধিক আহত

ছবি: সংগৃহীত

পশু জবাই ও পশুর গোস্ত কাটা খুবই স্পর্শকাতর কাজ। অভিজ্ঞতা ছাড়া কাজটি করতে গেলে দুর্ঘটনার শিকার হতে হয়। প্রতি বছরই পশুর গোস্ত কাটতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। এবারও একই ঘটনা ঘটেছে। 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্তত ১০৩ জন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (১৭ জুন) বিকেল পর্যন্ত আহত এসব ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবাইকে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বেশিরভাগ রোগী কাটাছেঁড়া সংক্রান্ত। এরমধ্যে ডেমরার সারুলিয়ায় গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত মো. বাবুল নামের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও ১০৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়