ফাইল ছবি: কমলঅপুর রেল ষ্টেশন
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ড ঘটেছে। স্টেশনের লোকজনের চেষ্টায় দ্রুত আগুন নেভানো হয়েছে। তবে, এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২২ জুন) বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছেন, বিকেল ৩টার দিকে ট্রেনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টলা এক্সপ্রেস নামের ওই ট্রেনে অনেক যাত্রী ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত ট্রেন থেকে নেমে যান।
সংশ্লিষ্টরা বলছেন, পাওয়ারকারে অতিরিক্ত গরমের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।