Apan Desh | আপন দেশ

পরীমণির সঙ্গে রাতযাপনে চাকরি হারালেন সাকলায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৭, ২৫ জুন ২০২৪

আপডেট: ১৪:১০, ২৫ জুন ২০২৪

পরীমণির সঙ্গে রাতযাপনে চাকরি হারালেন সাকলায়েন

ছবি: সংগৃহীত

আলোচিত নায়িকা পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারালেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন। তার বিরুদ্ধে তদন্তে পরীমণির বাসায় নিয়মিত রাতযাপনের প্রমাণ মিলেছে। এছাড়াও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে ১৭ ঘণ্টা অবস্থান করেছিলেন।

এসব অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় বাধ‌্যতামূলক অবসর দি‌তে পিএস‌সির কা‌ছে সুপা‌রিশ ক‌রে‌ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারাচ্ছেন গোলাম সাকলায়েন। যদিও তিনি প্রমাণিত অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন।

গত ১৩ জুন একটি স্মারক সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব বরাবর পাঠানো হয়। স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার উপ-সচিব রোকেয়া পারভীন জুঁই। এতে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ গুরুদণ্ড দেয়ার বিষয়ে অনুরোধ করা হয়।

মঙ্গলবার (২৫ জুন) শৃঙ্খলা-২ শাখার স্মারকটি গণমাধ্যমে প্রকাশ পায়। গোলাম সাকলায়েন সর্বশেষ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>> জামিন পেলেন পরীমণি

শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে পরীমণির বাসায় নিয়মিত রাতযাপন করেন। বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) তার বাসায় অবস্থান করেছেন। যা মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়।

পরীমণির মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, আদান-প্রদান করা মেসেজগুলো সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত সম্পর্কের নয়। বরং অনৈতিক প্রেমের সম্পর্ক।

এছাড়াও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালের ১ আগস্ট রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সের বাসায় সাকলায়েনের স্ত্রী ছিলেন না। সেদিন ওই বাসায় পরীমণি যান। প্রায় ১৭ ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরদিন রাত ১টা ৩০ মিনিটে বাসা ত্যাগ করেন।

এরপরই তাদের সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। পরীকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে তাকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে সেখান থেকে বদলি করা হয় ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়