ছবি: সংগৃহীত
বর্তমানে দেশে ১৪ হাজার ৩২০ কমিউনিটি ক্লিনিক চালু আছে। ৬৩টির নির্মাণকাজ চলমান। আরও ১৪ হাজার ৮৯০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদ অধিবেশনে নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আরও ১৪ হাজার ৮৯০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা আছে। এর মধ্যে বর্তমানে দেশে ১৪ হাজার ৩২০ কমিউনিটি ক্লিনিক চালু আছে। এছাড়া ৬৩টির নির্মাণকাজ চলমান।
তিনি বলেন, অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ ও উচ্চতর পর্যায়ে রেফার করে থাকে কমিউনিটি ক্লিনিকগুলো। অসংক্রামক রোগের মধ্যে রয়েছে- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, অটিজম ইত্যাদি।
ডা. সামন্ত লাল আরও জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। আর আসন সংখ্যা পাঁচ হাজার ৩৮০টি। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পরিচালিত সরকারি মেডিকেল কলেজ একটি, যার আসন সংখ্যা ১২৫টি।
এছাড়া, বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি এবং আসন সংখ্যা ছয় হাজার ২৯৭টি। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বেসরকারি মেডিকেল কলেজ পাঁচটি, যার আসন সংখ্যা ২৬০টি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।