Apan Desh | আপন দেশ

এমপি আনার হত্যা

হেলিকপ্টার দিয়ে আসামি ধরলো ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ২৬ জুন ২০২৪

আপডেট: ১৭:৪৮, ২৬ জুন ২০২৪

হেলিকপ্টার দিয়ে আসামি ধরলো ডিবি

সাঁড়াশি অভিযানে ডিবি প্রধান হারুন অর রশীদ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যায় অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বুধবার (২৬ জুন) ওই অভিযানের নেতৃত্ব দেন ডিবি প্রধান হারুন অর রশীদ। 

গ্রেফতার দুই আসামি হলেন- মোস্তাফিজুর ও ফয়সাল। গ্রেফতারের পর তাদের হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। তাদের কাছে এমপি আনার হত্যাকাণ্ডের অনেক তথ্য-উপাত্ত রয়েছে। এবং অনেক কিছু জানা যাবে বলে জানিয়েছেন ডিবির তদন্ত কর্মকর্তারা।

এর আগে, দুপুর থেকে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবির তদন্ত দল। 

ডিবি সূত্র বলছে, সন্দেহভাজন আসামিদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল এমপি খুন হওয়ার আগে গত দুই মে কলকাতায় যান। তারা দেশে ফিরে আসেন ১৯ মে। এ দুজনকে হন্য হয়ে খুঁজছিল ডিবি। দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। খুনের পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়।

জানা গেছে, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক রয়েছেন এখনো তিনজন। তারা হলেন- হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মো. আক্তারুজ্জামান ওরফে শাহীন, তাজ মোহাম্মদ খান ওরফে হাজী ও মো. জামাল হোসেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়