Apan Desh | আপন দেশ

‘জিয়া খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ২৬ জুন ২০২৪

‘জিয়া খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন’

শেখ হাসিনা। ফাইল ছবি

জিয়াউর রহমান রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন। খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়ার নির্দেশে অসংখ্য মুক্তিযোদ্ধা হত্যার শিকার হয়েছেন। এটি স্বাধীন দেশের এক কলঙ্কজনক অধ্যায়। স্বাধীনতা বিরোধীদের ছেড়ে দিয়ে প্রমাণ করেছে, সে পরাজিত শক্তির দালাল ছিল।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জিয়াউর রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত না জিয়া। জিয়ার সাড়ে ৫ বছরের শাসন আমলে ২১টি ক্যু/পাল্টা ক্যু হয়। লে. কর্নেল তাহেরকে সে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। সার্বিক প্রেক্ষাপটে জিয়া অত্যন্ত হিংস্র ও বেপরোয়া হয়ে উঠেছিল।

আরও পড়ুন>> ‘জনবিচ্ছিন্ন হলে গুলি ছাড়াই শেষ হয়ে যাব’

অ্যান্থনী মাসকারেনাহাসের ‘বাংলাদেশ লিগ্যাসী অব ব্লাড’ বইয়ের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, যেখানে তিনি লিখেছেন, সরকারি হিসাবমতে জিয়া ১৯৭৭ সালের ৯ অক্টোবর পর্যন্ত মাত্র দু’মাসের মধ্যে ১ হাজার ১৪৩ সৈনিককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে। একাধারে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির পদ দখল করেন। ইতিহাসের এ ঘৃণ্যতম হত্যাকাণ্ডে জিয়ার সংশ্লিষ্টতা ছিল। খুনি ফারুক-রশিদরা আগে থেকেই জাতির পিতাকে হত্যার পরিকল্পনা করে যেটা জিয়া জানত। জিয়া সেনাছাউনিতে বসে দলছুট রাজনীতিবিদদের নিয়ে বিএনপি গঠন করে। তিনি যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেন, তেমনি অবৈধভাবে বিএনপি সৃষ্টি করেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়