Apan Desh | আপন দেশ

ড. ইউনূসের ট্রি অব পিস পদক নিয়ে যা জানাল ইউনেস্কো

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২৬ জুন ২০২৪

ড. ইউনূসের ট্রি অব পিস পদক নিয়ে যা জানাল ইউনেস্কো

ফাইল ছবি

ট্রি অব পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এ পদকে ইউনেস্কোর কোনো মর্যাদা নেই। জানিয়েছেন ইউনেস্কোর সদর দফতরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ।

বুধবার (২৬ জুন) সংস্থাটির ডাইরেক্টর জেনারেলের পক্ষ থেকে চিঠিতে শিক্ষামন্ত্রীকে এ তথ্য জানান।

চিঠিতে এনথনি বোমাহ জানান, ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের’র একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল এম্বাসেডর হেডভা সের’র ড. মুহাম্মদ ইউনূসকে ট্রি অব পিস ভাস্কর্য দেয়া হয়। এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো রকমের পরামর্শ করা হয়নি। ওই অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

ড. মুহাম্মদ ইউনুস ইউনেস্কোর ট্রি অব পিস অ্যাওয়ার্ড পেয়েছেন- এ সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়। পরে এর সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংস্থাটির ডাইরেক্টর জেনারেল বরাবর চিঠি দেন।

সূত্র: বাসস

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়