Apan Desh | আপন দেশ

সরকারি কর্মকর্তারা ‘সর্বগ্রাসী হয়ে গেছে’!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ২৭ জুন ২০২৪

সরকারি কর্মকর্তারা ‘সর্বগ্রাসী হয়ে গেছে’!

ছবি: সংগৃহীত

সর্বগ্রাসী ক্ষুধায় থাকা সরকারি কর্মকর্তাদের নৈতিক অবক্ষয় শুরু হয়েছে। এ থেকে বের হয়ে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বলেছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার।

বৃহস্পতিবার (২৭ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ স্বাক্ষর ও শুদ্ধাচার অনুষ্ঠানে এ কথা বলেন।

সত্যজিত কর্মকার বলেন, সর্বগ্রাসী ক্ষুধার মধ্যে থাকায় আমাদের নৈতিক অবক্ষয় শুরু হয়েছে। দেশ অনেক দিলেও আমরা নীতি বহির্ভূত কাজ করছি। সর্বগ্রাসী এ ক্ষুধা থেকে বের হয়ে আমাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

এ সময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে ক্ষোভও প্রকাশ করেন সিনিয়র এ সচিব। তিনি বলেন, ‘শুদ্ধাচার অনুষ্ঠানে কর্মকর্তাদের অনুপস্থিতিই বলে দেয়, কতটা সমন্বয় আর উদাসীনতা রয়েছে এ শুদ্ধাচার বিষয়ে।’

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, মানুষকে সম্মান করতে হলে সেখানে শুদ্ধাচার প্রয়োজন হবে। ব্যক্তি, অফিস, সমাজ, দেশ, যুদ্ধ বন্ধে, শান্তি স্থাপনে সব জায়গাতেই শুদ্ধাচারের বিকল্প নেই। কৃষক থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শুদ্ধাচার অনুশীলনের তাগাদা দেন প্রতিমন্ত্রী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়