ছবি: আপন দেশ
কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি বেনজীর আহমেদ ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।।
মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশ প্রধান জানান, পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
আইজিপি জানান, ‘অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।’
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।