Apan Desh | আপন দেশ

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ৯ জুলাই ২০২৪

আপডেট: ২০:২২, ৯ জুলাই ২০২৪

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বেইজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্বনির্ধারিত সুচি মতে দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী ঢাকা ফেরার কথা ছিল। কূটনৈতিক সুত্র প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু কি কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি। 

সরকার প্রধানের সফরসঙ্গী এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জুলাই দেশে ফেরার জন্য কর্মকর্তাদের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন।

রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সে নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হয়। সে অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১০টায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিবর্তিত সুচি মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

স্মরণ করা যায়, বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২০ থেকে ২২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়