Apan Desh | আপন দেশ

জাতীয় জাদুঘরের সামনে বসেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫১, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৩:২৬, ১০ জুলাই ২০২৪

জাতীয় জাদুঘরের সামনে বসেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা

ছবি: আপন দেশ

শাহবাগে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা। কোটা বাতিল আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। 

পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এ অবস্থান করছেন। এ কর্মসূচি থেকে চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি জানানো হয়। 

এছাড়া কোটাবিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কটূক্তি করা হয়েছে দাবি করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 

এতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ড. আ ক ম জামালউদ্দীন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ উপস্থিত রয়েছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়