Apan Desh | আপন দেশ

৬ শর্তে আন্দোলন স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ১১ জুলাই ২০২৪

আপডেট: ১৮:৩২, ১১ জুলাই ২০২৪

৬ শর্তে আন্দোলন স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির

ছবি: সংগৃহীত

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণ বিষয়ে কমিটি গঠন। চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সমিতির এজিএম রাজন কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১০ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণ করে। আগামী ১ সপ্তাহের মধ্যে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে ৬ টি শর্তে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শর্তগুলো হলো-

১। কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবির কোনো কর্মকর্তা/কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিস সমূহে গমন করতে পারবে না।

২। কমিটিকে পবিসের সব পদের বৈষম্য দূরীকরণ ও একীভূতকরণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহণযোগ্য সুপারিশ দাখিল করতে হবে।

৩। চুক্তিভিত্তিক/ অনিয়মিত সব কর্মচারীদের স্ব-স্ব পদে নিয়মিত করতে হবে।

৪। বর্ণিত সময়ের মধ্যে পবিস সমূহের কোনো কর্মকর্তা/কর্মচারীদের কোনো প্রকার হয়রানিমূলক বদলি করা যাবে না।

৫। এ আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত ২ জন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত ২ জন এজিএমকে স্ব-পদে বহাল এবং এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি হতে নিয়মিত করতে হবে।

৬। বিদ্যুৎ বিভাগের দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে পুনরায় মাঠে নামতে বাধ্য হবো।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়