Apan Desh | আপন দেশ

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ১১ জুলাই ২০২৪

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবি শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। অবরোধ করায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে দূরপাল্লার যানবাহন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪ টার দিকে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন তারা। সেখানে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসন বাধা দিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারেন। তারা সেটি না করে নিয়মিত সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। সড়ক ছেড়ে দিতে আমরা তাদের অনুরোধ করছি।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়