ছবি: আপন দেশ
সহযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার বিকাল চারটায় সকল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার দিনভর বাংলা ব্লকেড কর্মসূচি পালন শেষে রাত ৯টার দিকে শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের এক দফা দাবি আদায়ে ও আমাদের আন্দোলনরত ভাইদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও হামলার স্থানে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেউ যদি এতে বাধা সৃষ্টি করে, সে যেই হোক তাদের সমন্বিতভাবে জবাব দেয়া হবে।
তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনকারীরা কোনো সরকারি বা বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়ন করছে না। তারা কোনো রাজনৌতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। বিভিন্ন দল-মতের মানুষ একত্রিত হয়ে এ আন্দোলন বাস্তবায়নে মাঠে নেমেছে বলেও আশ্বস্ত করেন তিনি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।