Apan Desh | আপন দেশ

রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১৬:২৬, ১৬ জুলাই ২০২৪

রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ফলে কমলাপুরে ট্রেন ঢুকছে না। বেরও হতে পারছে না। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে মহাখালীর রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা।  

এদিকে, রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভ্ন্নি সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অনেকে হেটেই গন্তব্যস্থলে যাচ্ছেন।
  
এর আগে সোমবার (১৫ জুলাই) ঢাবি ক্যাম্পাসে সক্রিয় হয় ছাত্রলীগ। দুপুর ২টার দিকে তারা বিজয় ৭১ হলসহ বিভিন্ন হলে আন্দোলনকারীদের বাধা দেন। এ খবরে আন্দোলনকারীরা ছুটে গেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর থেকে গোটা ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেল ৪টার পর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ সময় ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর লাঠি-সোটা নিয়ে আক্রমণ শুরু করে। বহু আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে তারা। তাদের অনেকের মাথা ফেটে যায়। আন্দোলনকারীরা কোথাও কোথাও প্রতিরোধের চেষ্টা করে। ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলা সংঘর্ষে শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন। তাদের অধিকাংশই ঢাকা মেডিকেলে ভর্তি হন। এছাড়া আশপাশের অন্যান্য হাসপাতালেও চিকিৎসা নেন কেউ কেউ।

বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। সেখানে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। একপর্যায়ে পুলিশ উপস্থিত হয়ে ব্যারিকেড দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের থামিয়ে দেন যেন তারা সামনে যেতে না পারে। ঢাবির শহীদুল্লাহ হলের শিক্ষক ও প্রভোস্ট হলের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়