ছবি: আপন দেশ
রাজধানীর তাঁতিবাজারে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
তারা হলেন-ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক (২২) ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাসিম (২২)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাঁতিবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পেটে ও বুকে ছররা গুলি লেগেছে।
এছাড়া সকাল থেকে আহত আরো প্রায় ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
আহতরা জানান, তাঁতিবাজার এলাকায় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।