Apan Desh | আপন দেশ

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, ককটেলসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ০২:০৫, ১৭ জুলাই ২০২৪

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে ডিবির অভিযান, ককটেলসহ গ্রেফতার ৭

ভিডিও থেকে নেয়া ছবি

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা ডিবি পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চলে। আধাঘণ্টার অভিযানের সময় ১০০ ককটেল, পেট্রোলের বোতলসহ বেশকিছু লাঠি উদ্ধারসহ ৭জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযান শেষে হারুনুর রশিদ বলেন, আমরা ডিবি পুলিশ কয়েকদিন যাবত পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলাম। এরই প্রেক্ষিতে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শতাধিক ককটেল, চার বোতল পেট্রোল, বিপুল পরিমাণের লাঠি সোটা, ৫/৭ টি বেশি অস্ত্র পাওয়া গেছে।

তিনি আরো জানান, ছাত্রদলের সাবেক সভাপতি রণকুল ইসলাম শ্রাবণসহ ৮ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।

তল্লাশির পরপরই সংবাদ সম্মেলনে আসেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নাটক করছে। যেখানে নেতাকর্মী নেই, তখন মাঝরাতে শুন্য অফিসে  তল্লাশি করছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়