ফাইল ছবি
উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিস্থিতি একটু ঠাণ্ডা হতে না হতেই হঠাৎ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার রাতে ৮টার দিকে তিনি ঢাবিতে যান। পরে ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রাত ৮টার পর সংবাদমাধ্যমকে বলেন, মন্ত্রী রাত ৮টার দিকে ঢাবি ক্যাম্পাসে যান। বর্তমানে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেছেন। সেখানে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলছেন।’
এর আগে আজ সকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।
তবে শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেন। এ ছাড়া মঙ্গলবার (১৬ জুলাই) কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। ভিসি চত্বরে জানাজা শেষে কফিনসহ মিছিল নিয়ে টিএসসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
ঢাবিতে কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের একপর্যায়ে নীলক্ষেত পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটেন। সন্ধ্যার পর থেকে হল ছাড়া শুরু করছেন শিক্ষার্থীরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।