ছবি: সংগৃহীত
রাত সাড়ে এগারটায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে রেখেছেন আন্দোলনকারীরা। রাজধানীর শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত হাজারো আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। শনির আখড়ার রাস্তায় এখনো আগুন জ্বলছে।
সকাল ১০টা থেকে শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। বুধবার বিকেলে কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় শর্টগানের গুলিতে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন- সবজি বিক্রেতা মো. বাবলু (৪০), তার শিশু সন্তান রোহিত (২), মনিরুল ইসলাম (২০), মো. ফয়সাল (২৭), নবম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ পিয়াস (১৫) ও মো. সোহাগ (২৮)।
আহতরা জানান, বিকেল ৪টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে মাথায় গুলি লাগা ফয়সালের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা ও আন্দোলনকারীরা যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের কাজলা টোল প্লাজাসহ বেশকিছু জায়গায় অগ্নিসংযোগ করেন। এতে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। ঘটনাস্থলের আগুন নেভাগে গিয়ে নিজেদের প্রটেকশনের ব্যর্থ হয়ে ফিরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত, বকশি বাজার, যাত্রাবাড়ী, মাতুয়াইল, শনির আখড়া এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনেরকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। এছাড়া যাত্রাবাড়ীতে পুলিশ র্যাবের যৌথ অভিযান চলছে।
বর্তমান পরিস্থিতি জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক বলেন, এখন কথা বলার সময় নাই। টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।